সেবা ডেস্ক: বাংলাদেশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ করে আগামী সোমবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হবে।
পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু সোমবার |
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগা’মী ৩ নভেম্বর, রোববার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। এছাড়া আগামী ৪ নভেম্বর, সোমবার থেকে জমাদিউল আউয়াল মাসের গণনা শুরু হ’বে।
শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতি’ত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠা’ন থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়। তবে চাঁদ না দেখা যাওয়ায়, রবিউস সানি মাসকে ৩০ দিন পূর্ণ করার সিদ্ধা’ন্ত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে’র সচিব আব্দুল হামিদ জমাদ্দার, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, ইসলামিক ফাউন্ডেশনে’র মহাপরিচালক সাইফুল ইসলাম, ওয়াকফ প্রশাসনে’র উপ-প্রশাসক আনিসুর রহমান, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশনে’র পক্ষ থেকে সারাদেশের মুসলিম উম্মাহকে জমাদিউল আউয়াল মাসের বারাকাহ লাভের জন্য এই মাসে ইবাদত-বন্দেগিতে আত্মনিয়োগ করার আহ্বান জানা’নো হয়েছে। এছাড়া সকল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে নতুন মাস উপলক্ষে বিশেষ দোয়া’র আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।