সেবা ডেস্ক: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৌদ্ধ মহাসম্মেলনে সকল ধর্মের মানুষের অংশগ্রহণে সুন্দর দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রীতি ও পার্বত্য অঞ্চলের উন্নয়নেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সব ধর্মের মানুষ মিলে সুন্দর একটি দেশ গড়তে চান সেনাপ্রধান |
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সব ধর্মের মানুষের অংশগ্রহণে সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
শুক্রবার বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সম্প্রীতির একটি দেশ গড়ে তুলতে চাই, যা বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। সব ধর্মের মানুষ মিলে আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই। এটি আমাদের সামগ্রিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
সেনাপ্রধান আরো বলেন, পার্বত্য অঞ্চলের মানুষদের উন্নয়ন ও শান্তির জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করবেন। “পার্বত্য অঞ্চল আমাদের দেশের এক বিশাল সম্পদ,” বলেন তিনি।
পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
উল্লেখ্য, বৌদ্ধ শাস্ত্র মতে, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় কঠিন চীবর দান প্রথার উদ্ভব হয়।
এ প্রথা অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে সূতা কাটা থেকে শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। এটি কঠিন চীবর দান নামে পরিচিত, যা বিশেষ পূণ্যের প্রতীক বলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে বিবেচিত হয়।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসবটি উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর সহায়তা এবং সরকারি বিভিন্ন দিক থেকে উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "আমরা চাই এই দিনটি বছর বছর এভাবেই উদযাপিত হোক, এবং আমরা এর সফলতার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করব।"
বক্তব্য শেষে সেনাপ্রধান আরও বলেন, “সব ধর্মের মানুষের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা যে জাতি হিসেবে একতাবদ্ধ, সেই বার্তা ছড়িয়ে দিতেই আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।