সেবা ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক শান্ত, লিটন দাস নেই দলে। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন নাহিদ রানা।
আফগানিস্তান সিরিজে অধিনায়ক শান্ত, লিটনকে ছাড়াই দল ঘোষণা |
আফগানিস্তানে’র বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর ওপরই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের এই সিরিজে’র জন্য শুক্রবার দল ঘোষণা করা হয়েছে, যেখানে লিটন কুমার দাসের নাম অনুপস্থিত। দক্ষিণ আফ্রিকা’র বিপক্ষে টেস্টে অসুস্থতার কারণে খেলতে না পারা লিটন ওয়ানডে সিরিজে’ও অনুপস্থিত থাকবেন।
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো’র ঘোষণা দিলেও আফগানিস্তান সিরিজে’ও শান্তকে অধিনায়কত্বের দায়িত্বে রেখেছে বিসিবি। পাশাপাশি, তরুণ নাহিদ রানা ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন। এদিকে, দীর্ঘদি’ন পর জাতীয় দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ।
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলেছেন এমন কয়েকজন ক্রিকেটার বাদ পড়েছেন এই সিরিজ থেকে। তাদের মধ্যে রয়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ দলের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।