তারেক রহমান: রাজনৈতিক সংকট এবং বিএনপির সংস্কার অঙ্গীকার

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: তারেক রহমান বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা রয়ে গেছে; দেশের রাজনৈতিক ক্রান্তিকালে বিএনপির সংস্কার প্রতিশ্রুতি তুলে ধরলেন তিনি।

তারেক রহমান রাজনৈতিক সংকট এবং বিএনপির সংস্কার অঙ্গীকার


দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, "স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে, তাই দেশের রাজনীতিতে এই সংকট চলছে।" 

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।

বিএনপি সংস্কারের পথে প্রথম পদক্ষেপ নেয় উল্লেখ করে তারেক রহমান বলেন, "আজ অনেকেই সংস্কার নিয়ে কথা বলছেন, তবে প্রকৃতপক্ষে বিএনপি-ই সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছিল।" 

তিনি আরও জানান, ঘোষিত ৩১ দফা সংস্কারের রূপরেখা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। 

বর্তমান সরকারের সংস্কার প্রচেষ্টাকে ইঙ্গিত করে তিনি বলেন, "শুধু বইয়ের কয়েকটি লাইন পরিবর্তন করলেই সত্যিকারের সংস্কার হবে না। জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটালেই তা প্রকৃত সংস্কার হবে।"

তরিকুল ইসলামের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, "তরিকুল ইসলামকে হারানো আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার বিচক্ষণ পরামর্শ থেকে বঞ্চিত হওয়ায় দেশের রাজনীতি ও গণতন্ত্রেও বড় প্রভাব পড়েছে।"

স্মরণসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

 এছাড়াও বক্তব্য রাখেন তরিকুল ইসলামের ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, দলের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্তকুমার কুন্ডু, যশোর জেলা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, ব্যবসায়ী নেতা চিন্ময় সাহা, প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষ আইয়ুব হোসেন এবং ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।




সূত্র: জনকণ্ঠ/সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top