সেবা ডেস্ক: জয় চৌধুরী তারেক রহমানের প্রশংসা করায় শিল্পী সমাজে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা চলছে।
জয় চৌধুরীর পোস্টে শোরগোল, তারেক রহমানের প্রশংসা! |
বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা জয় চৌধুরী সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। এই পোস্ট নিয়ে বিভিন্ন মহলে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।
কারণ, জয় সাধারণত আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন এবং আগে কখনো বিএনপি সম্পর্কে কথা বলেননি। পোস্টে তিনি তারেক রহমানকে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং গণমানুষের নেতা হিসেবে অভিহিত করেছেন।
এই আচরণের পর, জয় চৌধুরীর ফেসবুক অনুসারীরা প্রশ্ন তুলেছেন তার অভিমুখ পরিবর্তন নিয়ে। সাইফ খান, জয় চৌধুরীর সহকর্মী, মন্তব্য করেছেন যে জয় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সুবিধা ভোগ করছেন এবং এখন এই নতুন রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি বিভ্রান্তি সৃষ্টি করেছেন।
তিনি জয়কে নিয়ে অভিযোগ করেছেন, "এটা কীভাবে সম্ভব! সবাই জানে, সে মুজিব কোট পরে সুবিধা নিয়েছে।"
জয় চৌধুরী, যিনি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন, তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আলোচনায় এসেছেন। তিনি বলেন, "১৫ বছর একটি দল ক্ষমতায় থাকলে কী করার থাকে? আমি চুপ ছিলাম।"
তিনি এটাও উল্লেখ করেছেন যে, রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি শিল্পী সমিতির দায়িত্ব পালনের সময় অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এই পরিস্থিতিতে মিশা সওদাগর, বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন এবং জানিয়েছেন যে, তিনি সব সময় শিল্পীদের পাশে থেকেছেন।
জয়ের আচরণ নিয়ে আলোচনা চলছে এবং শিল্পী সমাজের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। অনেকেই তাঁর পোস্টকে স্বার্থের সঙ্গে যুক্ত করে দেখছেন, যা শিল্পীদের ভাবমূর্তি নষ্ট করতে পারে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।