সেবা ডেস্ক: সোহরাওয়ার্দী ইজতেমায় মাওলানা সাদ ও অনুসারীদের এ দেশে প্রবেশ করতে দিলে সরকারকে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তাবলীগ জামাতের একপক্ষ।
মহাসম্মেলন থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে তাবলীগ জামাতের হুঁশিয়ারি |
তাবলীগ জামাতের সোহরাওয়ার্দী ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও তার অনুসারীদের এ দেশে প্রবেশ করতে দিলে অন্তর্বর্তীকালীন সরকারকে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাবলীগ জামাতের একপক্ষের নেতারা।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলন থেকে এই হুঁশিয়ারি প্রদান করা হয়।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিশ্ব ইজতেমা কেন্দ্র করে মাওলানা সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি জানান, যেকোনো মূল্যে এ ষড়যন্ত্র ব্যর্থ করতে প্রস্তুত আছেন তারা এবং সরকারের প্রতি অনুরোধ জানান রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ সহযোগিতা করতে।
তিনি আরও বলেন, "আমরা শাপলা চত্বরে জীবন দিয়েছি, অনেক ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন, আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছি।"
মহাসম্মেলনে মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর) সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে দুই পক্ষের সঙ্গে পরামর্শ না করে এই সম্মেলনের সিদ্ধান্তকে সরকারকে বাস্তবায়ন করতে হবে। তা না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, বেয়াদবকে দেশে প্রবেশের অনুমতি দিলে সরকারের পালিয়ে যাওয়ার অবস্থা হবে।
তিনি বলেন, সরকার আলেমদের সহযোগিতা করলে তারাও সরকারের পাশে থাকবে এবং দেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনায় সহায়তা করবে। তবে এই বিষয়টি নিয়ে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।