জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে সেনাসদস্যের স্ত্রী শাহিনা আক্তার (৩৮) হত্যা মামলার সন্দেহভাজন আসামী রাসেল খান (২৭)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তারকৃত রাসেল খান দুরমুঠ সুলতানখালি গ্রামের বাবুল খানের খানের ছেলে। ৮ নভেম্বর দুপুরে র্যাবের একটি আভিযানিক দল জামালপুর সদর উপজেলার পলিশা এলাক থেকে গ্রেপ্তার শেষে মেলান্দহ থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১৪ অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার এএসপি মো: আব্দুল হাই চৌধুরী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। একই সাথে গ্রেপ্তারকৃত রাসেল খানের দেয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ আরো ৩জনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান-গ্রেপ্তারকৃতদের বিষয়ে এই মুহুর্তে কিছুই বলা যাবে না। উর্ধ্বতন কর্তৃপক্ষই সময় মত সব কিছুই বলবেন।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে দুরমুঠ গ্রামের সেনা সদস্য আ: সালামের স্ত্রী শাহিনা আক্তার (৩৮) নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ওই গৃহবধূর হাত-পা বেধে মুখে কাপড় খুজে ইজ্জত হরণের পর হত্যা শেষে মালামাল লুটে নেয়। পরদিন হত্যার বিষয়টি এলাকাবাসি ও পুলিশের নজরে আসে। পুলিশ-সেনাবাহিনী-পিবিআই-সিআইডি’র উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। লাশ উদ্ধার শেষে জামালপুর মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম (৩২) বাদি হয়ে মেলান্দহ থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদির অনুভূতি ব্যক্ত করে বলেন আমার বোনকে হত্যার মাধ্যমে পুরো একটি পরিবারকে ধ্বংশ করেছে। আমি এর সুবিচার চাই।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।