সেবা ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন থেকে হাজী খাজা শাহবাজ (রাহ.) এর মাজারে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন থেকে মাজারে হামলা ও ভাঙচুর |
হযরত হাজী খাজা শাহবাজ (রাহ.) এর মাজারে ভাঙচুর চালিয়েছে একদল ধর্মীয় উন্মত্ত জনতা। মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে এই মাজারে ব্যাপক তাণ্ডব চালানো হয়।
হামলার সময় মাজারে দায়িত্বরত ব্যক্তিদের মারধর করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। দাওয়াত ও তাবলিগ, মাদারেসা কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে এই সম্মেলনে হাজারো আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
সকাল নয়টায় মহাসম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও ফজরের পর থেকেই উদ্যানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সকাল এগারোটার দিকে একদল ধর্মীয় উন্মত্ত ব্যক্তি মাজারে গিয়ে তাণ্ডব চালায়।
মাজারের খাদেম জহিরুল ইসলাম জানান, হামলাকারীরা মাজারের গেটের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলে এবং মাজারের ভক্তদের মারধর করে। তারা জুতা পায়ে মাজারে প্রবেশ করে এবং লোহার রেলিং ভেঙে ফেলে। মাজারের তিনটি দান বাক্সও তারা নিয়ে যায়।
পরিস্থিতি খারাপ দেখে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়, এবং সেনাবাহিনী আসায় মাজার পুরোপুরি ধ্বংস করতে পারেনি।
এদিকে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মুনসুর বলেন, এ ধরনের কোনো ঘটনার অভিযোগ থানায় আসেনি। কেউ অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।