সেবা ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামকে মেট্রোরেলে আগুন সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জন্য শোকজ করা হয়েছে। তার বক্তব্যে সংগঠনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ছাত্র নেতা হাসিব |
‘মেট্রোরেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না’—এমন বিতর্কিত মন্তব্যের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়ে’ছে। এ ঘটনায় ছাত্র আন্দোলনের অভ্যন্তরে ও সামাজিক মাধ্যমে তী’ব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
রবিবার আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসিব আল ইসলামের মন্তব্য সংগঠনে’র নীতির বিপরীত ও অগ্রহণযোগ্য। বিজ্ঞপ্তি’তে আরও উল্লেখ করা হয়, টেলিভিশন টকশোতে হাসিবের আপত্তিকর মন্তব্য নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়েছে এবং এ মন্তব্য আন্দোলনে’র ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
বিজ্ঞপ্তিতে হাসিব’কে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার বক্তব্যের যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, যদি তিনি সন্তোষ’জনক জবাব না দেন, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
প্রসঙ্গত, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশগ্রহণে’র সময় হাসিব এ মন্তব্য করেন, যা গত ২৬ অক্টোবর সেই টিভি চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। হাসিবের এ ধরনের বক্তব্যের ফলে ছাত্র আন্দোলনে’র অভ্যন্তরে বিভাজন সৃষ্টি হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে সংগঠনের অন্য নেতারা হাসিবে’র বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এবং আন্দোলনের মূল নীতিমালা রক্ষার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।