সেবা ডেস্ক: ২০২৪ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পিছিয়ে এপ্রিল মাসে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠ্যসূচি সম্পূর্ণ শেষ করতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে |
আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই মাস পিছিয়ে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষাবোর্ডগুলো। পরিকল্পনা অনুযায়ী এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হ’তে পারে পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিল মাসে। এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে জুন মাসে। ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্ত নেওয়া’র কারণ হিসেবে সম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে’র পড়াশোনার ঘাটতির কথা বলা হয়েছে।
সূত্র মতে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা’য় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বারবার বন্ধ থাকায় পাঠ্যসূচি সম্পূর্ণরূপে শেষ করতে পারেনি অনেক স্কুল। পাশা’পাশি শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য সময় বৃদ্ধির দাবি রয়েছে। পরীক্ষা’র প্রস্তুতি চলাকালে পরীক্ষা পেছানোর কারণে ১ ডিসেম্বর থেকে ফরম পূরণের ঘোষণা দিয়েও পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।
শিক্ষাবোর্ডের একজন কর্মকর্তা জানান, "এবারে’র এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ সিলেবাসে এবং পূর্ণ নম্বর ও সময়ে। তবে এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের মতোই সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।