সেবা ডেস্ক: জুমার দিনে বিশেষ আমল করে কোরবানি ও সদকার সওয়াব পাওয়া যায়। কীভাবে এ সওয়াব মিলবে এবং কেন জুমার দিন মুসলিমদের জন্য বিশেষ তা জানুন।
জুমার দিনের বিশেষ আমল: কোরবানি ও সদকার সওয়াব পাওয়ার সুযোগ |
মুসলিম উম্মাহর জন্য জুমাবার একটি বিশেষ দিন। এ দিন কোরবানি এবং সদকা না করেও একটি বিশেষ আমল করলে কোরবানি ও সদকার সওয়াব লাভ করা যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাদিসে এমনই একটি আমলের কথা বর্ণিত হয়েছে।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথমে মসজিদে হাজির হয়, সে যেন একটি উট কোরবানি করলো; দ্বিতীয় যে মসজিদে প্রবেশ করে, সে যেন একটি গরু কোরবানি করলো; তৃতীয় ব্যক্তি যেন একটি ছাগল কোরবানি করলো; চতুর্থ ব্যক্তি যেন একটি মুরগি সদকা করলো; এবং পঞ্চম ব্যক্তি যেন একটি ডিম সদকা করলো।" এরপর ইমাম মিম্বরে বসে খুতবার জন্য প্রস্তুত হলে ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যান। (বুখারি)
এই বিশেষ আমল জুমার দিনের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি মুসলিম উম্মাহকে আরও অনুপ্রাণিত করে। এভাবে প্রথমে মসজিদে পৌঁছানো মুসলমানদের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে।
যারা মসজিদে প্রথমে উপস্থিত হন তারা কোরবানি ও সদকার সওয়াব পেতে পারেন—একটি উল্লেখযোগ্য সুযোগ যা একমাত্র জুমার দিনেই প্রাপ্ত।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।