সেবা ডেস্ক: জেলহত্যা দিবসে ভারতে অবস্থানকালীন প্রথম বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা। জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতে অবস্থানকালে শেখ হাসিনার প্রথম বিবৃতি: শোক দিবসের প্রেক্ষাপটে জেলহত্যা দিবসের স্মৃতি |
ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথম বিবৃতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ৩ নভেম্বর জেলহত্যা দিবসে এই বিবৃতিতে তিনি উল্লেখ করেছে’ন, বাংলাদেশ আজ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে পরিণত হয়েছে। বর্তমা’নে দেশে’র পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, শোক পালনের অধিকার নেই।’
শেখ হাসিনা বলেন, “পঁচাত্তরের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান’কে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর জেলহত্যা’র ঘটনা ছিল দ্বিতীয় কলঙ্কিত অধ্যায়। কারাগারে’র ভেতরে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়।” তিনি জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি আরও উল্লেখ করেন, ‘স্বাধীনতার পরাজিত শক্তি ও দেশবিরোধী চক্র ’৭৫-এর এই ঘৃণ্য হত্যাকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল রাজনীতি’কে ধ্বংস করার চেষ্টা চালিয়েছি’ল। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে খুনিদে’র রক্ষার প্রচেষ্টা চালানো হলেও ইতিহাস তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।” তিনি দেশের স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারত চলে যান এবং বর্তমানে দিল্লির লুটিয়েন্স বাংলো জোনে একটি বাড়িতে আছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।