সেবা ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা সেখ বশির উদ্দিনের নিয়োগে ছাত্র-জনতা প্রতিবাদ করেছে। বঙ্গভবনের সামনে মশাল মিছিল ও বিক্ষোভ হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সেখ বশির উদ্দিন, ছাত্র-জনতার মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ |
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত হয়েছেন সেখ বশির উদ্দিন, আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তবে তাঁর নিয়োগকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ও প্রতিবাদ। অভিযোগ উঠেছে যে, বশির উদ্দিন শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন। এই অভিযোগকে ঘিরে রাজধানী ঢাকায় ছাত্র-জনতা পরিচয় দিয়ে একদল প্রতিবাদকারী মশাল মিছিল করে তাদের অসন্তোষ প্রকাশ করেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনের সামনে প্রতিবাদকারীরা মশাল নিয়ে জমায়েত হন এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের কোনো সাবেক উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে মেনে নেওয়া হবে না। প্রতিবাদকারীদের স্লোগানে বশির উদ্দিনকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক প্রতিবাদকারী বলেন, "আমরা ছাত্র-জনতা রক্ত দিয়েছি। আওয়ামী লীগের উপদেষ্টাকে মেনে নেবো না।" এদিকে, একই অনুষ্ঠানে শপথ নিয়েছেন আরও দুই নতুন উপদেষ্টা — চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ নিয়ে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২৪ জনে দাঁড়াল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন এই তিন উপদেষ্টার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদের আকার আরও বিস্তৃত হয়েছে। সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে আরও নতুন সদস্য নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।