সেবা ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের দাপুটে জয়। সাবেক ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাবর, রিজওয়ান, হারিস রউফরা।
বাবর–রিজওয়ানদের দাপুটে জয়ে প্রশংসায় ভাসলেন শেহজাদ–হাফিজরা |
পাকিস্তান ক্রিকেটের চিরাচরিত রীতি এমনই যে, পারফর্ম না করলে কঠোর সমালোচনা আর জিতলেই প্রশংসার স্রোত বইতে থাকে।
সাবেক খেলোয়াড়েরা ব্যর্থতায় কঠোর সমালোচনা করেন, আবার জয়ের পর তারাই প্রশংসায় মাতেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জেতার পর পাকিস্তান ক্রিকেট দলের জন্যও চলছে প্রশংসার ঢল।
ইংল্যান্ড সিরিজে পেস বোলারদের নিয়ে সমালোচনা করলেও এখন সেই পেসারদেরই মাথায় তুলে ধরছেন সাবেকরা।
অ্যাডিলেডে পাকিস্তান আজ অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে। পাকিস্তানের বোলাররা এই জয়ের ভিত গড়ে দিয়েছে।
১৬৩ রানে গুটিয়ে দেওয়া অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে পাকিস্তানের পেসাররা নিয়েছেন সবগুলো উইকেট—হারিস রউফ ৫টি, শাহিন শাহ আফ্রিদি ৩টি এবং নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন ১টি করে উইকেট নিয়েছেন।
পাকিস্তানের এমন জয়ে সাবেক কোচ মোহাম্মদ হাফিজ এক্সে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় দাপটের সঙ্গে ওয়ানডে জেতার জন্য অভিনন্দন। সিরিজে সমতা ফিরেছে, ৫ উইকেট পাওয়া হারিস রউফের দারুণ বোলিং। পাকিস্তানের জয়ে সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিকের রান পাওয়া দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। চল, অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজও জিতে ফেলি।’
কট্টর সমালোচক আহমেদ শেহজাদ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে সহজ জয়। সিরিজ এখন সমতায়।’
ম্যাচ চলাকালীনই তিনি হারিস রউফের বোলিংয়ের প্রশংসা করে লিখেছেন, ‘হারিস রউফ, কাম অন পাকিস্তান! কী দুর্দান্ত বোলিং আক্রমণ।’
পাকিস্তানের পারফরম্যান্স দেখে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও মুগ্ধ। তিনি এক্সে লিখেছেন, ‘ওয়াও...পাকিস্তানের দারুণ পারফরম্যান্স।
সাইম আইয়ুবকে মেধাবী ক্রিকেটার মনে হচ্ছে, যে সামনে সব সংস্করণে অনেক সাফল্য পাবে।’
পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক এই পারফরম্যান্স নতুন করে দলটির প্রতি সমর্থকদের আশা জাগিয়েছে।
আগামী ম্যাচে জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।