জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেডিএ)’র বৃত্তি পরীক্ষা ১৫ নভেম্বর দুপুরে সম্পন্ন হয়।
জামালপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ব্যবস্থাপনায় তিনটি ভেন্যু মেলান্দহ সরকারি বালিকা বিদ্যালয়, হাজরবাড়ি হাই স্কুল এবং মাহমুদপুর হাই স্কুল কেন্দ্রে মোট ১হাজার ৩শ’ পরিক্ষার্থী অংশ গ্রহণ করে।
বিকেডিএ’র বিভাগীয় প্রধান কামাল পাশা, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মুসাভের হোসেন লোনিক, সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক ইসম্ইাল হোসেন, মেলান্দহ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক রমজান আলী, আইন শৃঙ্খলাবাহিনীর লোকজনসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।