সেবা ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, যিনি একসময় সচিব হওয়ার স্বপ্ন দেখতেন, এখন বৈচিত্র্যময় এক নতুন জীবনে পদার্পণ করেছেন।
সারজিস আলম: সচিবের স্বপ্ন থেকে ছাত্র আন্দোলনে |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার অতীতের স্বপ্ন ও বর্তমানের জীবন নিয়ে অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, কিছু মাস আগেও তিনি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
তার লক্ষ্য ছিল প্রশাসন ক্যাডারে যুক্ত হয়ে কোনো মন্ত্রণালয়ের সচিব হওয়া। সারজিস বলেন, "৫ আগস্টের আগে আমার জীবন পুরোপুরি ভিন্ন ছিল।
নিজের রুটিন নিজেই ঠিক করতাম, স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে গেল।"
নতুন অভিজ্ঞতার কথা উল্লেখ করে সারজিস বলেন, "ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে এখন আমার জীবন পরিচালিত হচ্ছে।
রুটিনটা এখন আমরা নিজেরা ঠিক করতে পারি না, যা প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানেই যেতে হয়। প্রতিটি দিন নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে। এই জীবন সম্পর্কে আমি আগে কখনো ভাবিনি।"
অভিজ্ঞতার পরিবর্তন সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, অনেক কিছুই ভিন্নভাবে কাজ করে যা বাইরে থেকে বোঝা যায় না।
"বহিরঙ্গে যেমন দেখা যায়, আসলে সব সময় তেমনটি নয়। পর্দার আড়ালে বাস্তবতাটা অনেক ক্ষেত্রেই ভিন্ন। মনে হয় এগুলোই ইউনিভার্সাল ট্রুথ, কিন্তু আসলে তা নয়।"
আকাশ থেকে পড়ার মতো কোনো অভিজ্ঞতা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সারজিস জানান, "আসলে আকাশ থেকে পড়ার মতো কখনো অনুভূত হয়নি, বরং প্রতিটি সিচ্যুয়েশন নতুন ও চ্যালেঞ্জিং ছিল।
বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেয়ার স্বপ্ন দেখছিলাম। কিন্তু বাস্তবতা এখন সম্পূর্ণ ভিন্ন। প্রতিটি দিন নতুন অভিজ্ঞতা এনে দিচ্ছে এবং তা প্রতিনিয়ত অবাক করছে।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।