সেবা ডেস্ক: বিসিবির নতুন নিয়োগে মোহাম্মদ সালাউদ্দিন হলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। চুক্তির মেয়াদ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত।
জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনের নিয়োগ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
যদিও আগেও সালাউদ্দিন সহকারী কোচের দায়িত্বে ছিলেন, এবার তাঁকে সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
চুক্তির মেয়াদ ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত, যখন চ্যাম্পিয়নস ট্রফি চলবে। বিসিবির সূত্র অনুযায়ী, তাঁর বেতন হবে মাসে ৮ থেকে ৯ লাখ টাকা।
বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ বলেছিলেন, জাতীয় দলের দায়িত্বে যোগ্য স্থানীয় কোচদের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।
ফারুক আহমেদ এ প্রসঙ্গে বলেন, “আমার প্রতিশ্রুতি অনুযায়ী সালাউদ্দিনকে আনা হয়েছে। সালাউদ্দিনের কোচিং অভিজ্ঞতা এবং দক্ষতা তাঁকে এই পদের জন্য আদর্শ প্রার্থী করেছে। এখন সময় হয়েছে বাংলাদেশি কোচদের জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করার।”
আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে ফারুক আহমেদের সঙ্গে সালাউদ্দিনের আলোচনা শেষে চূড়ান্ত করা হয় নিয়োগ।
তিনি জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই দলের সঙ্গে কাজ শুরু করবেন এবং হেড কোচ ফিল সিমন্সের অধীনে দায়িত্ব পালন করবেন। জানা গেছে, সিমন্সের চুক্তির মেয়াদও আপাতত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত।
সালাউদ্দিন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া, তিনি ২০১০-২০১১ সালে বিসিবি একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন এবং ২০১৪ সালে সিঙ্গাপুর দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-৩ কোচিং কোর্স করা এই কোচ কোচিং ক্যারিয়ারের শুরুতে বিকেএসপিতে খণ্ডকালীন কোচ হিসেবে কাজ করেছিলেন।
দুই দশকের অভিজ্ঞতা সম্পন্ন সালাউদ্দিন বিপিএলে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ ছিলেন এবং একাধিকবার ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছেন।
বিসিবির তরফ থেকে এমন দায়িত্ব পেয়ে সালাউদ্দিন এবার জাতীয় দলের কোচিংয়ে সাফল্য অর্জনের পরিকল্পনা করছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।