ওমরাহর পর চুল কাটার নিয়ম ও সুন্নাহসম্মত পদ্ধতি

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ওমরাহর পর হালাল হতে পুরুষদের মাথা মুণ্ডন এবং নারীদের এক কর পরিমাণ চুল কাটার নিয়ম। সুন্নাহসম্মত পদ্ধতি ও গুরুত্ব জানুন এখানে।

ওমরাহর পর চুল কাটার নিয়ম ও সুন্নাহসম্মত পদ্ধতি
ওমরাহর পর চুল কাটার নিয়ম: ইসলামের নির্দেশনা ও ফজিলত


ইসলামে ওমরাহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এটি হজের মতো নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় না বরং বছরের যেকোনো সময় করা যায়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “এক ওমরাহর পর অন্য ওমরাহ উভয়ের মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারাস্বরূপ।” (সহিহ বুখারি: ১৭৭৩)। অন্য একটি হাদিসে উল্লেখ আছে, “ওমরাহ দারিদ্র্য ও গুনাহ দূর করে, যেমন কামারের হাপরের আগুন লোহা বা সোনার ময়লা দূর করে।” (সুনানে তিরমিজি: ৮১০)।

ওমরাহ সম্পন্ন করার সময় সঠিক পদ্ধতিতে ইহরাম পরিধান, কাবা তাওয়াফ, সাঈ করা এবং চুল কাটার মাধ্যমে ইহরাম থেকে হালাল হওয়া আবশ্যক। সঠিক নিয়ম মেনে এই কাজগুলো করলে ওমরাহ সম্পূর্ণ হয়।

ওমরাহর পর চুল কাটার সঠিক নিয়ম

  • পুরুষদের জন্য:
  • হালাল হতে হলে হলক (মাথা মুণ্ডন) করা সবচেয়ে উত্তম।
  • তবে কসর (মাথার চুল আঙুলের এক গিরা পরিমাণ ছোট করা) করলেও হালাল হওয়া যায়।
  • মাথায় চুল না থাকলে একবার ক্ষুর ঘুরানো সুন্নাহ।
  • নারীদের জন্য:
  • নারীদের মাথা মুণ্ডন করা নাজায়েজ।
  • নারীরা এক কর পরিমাণ (আঙুলের ডগার দৈর্ঘ্য) চুল কাটবেন।
  • এটি করলেই ইহরাম থেকে মুক্ত হয়ে হালাল হওয়া সম্ভব।

বিশেষ নির্দেশনা ও ব্যতিক্রম

  • কারো মাথায় এক চতুর্থাংশের চুল না থাকলে সেই অংশের চুল ছেঁটে ইহরাম মুক্ত হতে হবে।
  • যদি কারো চুল না থাকে, তবে ক্ষুর ব্যবহার করার মাধ্যমে প্রতীকী মুণ্ডন সম্পন্ন করতে হবে।
  • অসুস্থতা বা ওজরের ক্ষেত্রে মাথার চুলের চার ভাগের একভাগ কেটে ইহরাম থেকে মুক্ত হওয়া যাবে।

ওমরাহর মূল শিক্ষা হলো আত্মশুদ্ধি। এটি মানুষকে পাপমুক্ত করার পাশাপাশি আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ দেয়। ইসলামের বিধান অনুযায়ী সঠিক নিয়মে ওমরাহ পালন করলে এর ফজিলত পরিপূর্ণভাবে লাভ করা সম্ভব।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top