সেবা ডেস্ক: দিনাজপুরের মধ্যপাড়া খনিতে অক্টোবরে ১,৪৯,৭০০ মেট্রিক টন পাথর উত্তোলনের নতুন রেকর্ড হয়েছে। খনির উৎপাদন বাড়ছে।
মধ্যপাড়ায় রেকর্ড পাথর উত্তোলন! |
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে গত মাসে (অক্টোবর) সর্বোচ্চ পরিমাণ পাথর উত্তোলনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
পেট্রোবাংলার অধীনে পরিচালিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড থেকে গত অক্টোবরে একলাখ ৪৯ হাজার ৭শ’ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে, যা মাসিক লক্ষ্যমাত্রা একলাখ ২৪ হাজার মেট্রিক টনের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান জানান, গত ২০২১ সালের ৩ সেপ্টেম্বর জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সাথে দ্বিতীয়দফা চুক্তির আওতায় পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
অক্টোবর মাসে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার ফলে খনির উৎপাদন বৃদ্ধি পেয়ে প্রতিষ্ঠানটি বর্তমানে লাভজনক অবস্থানে পৌঁছেছে।
উৎপাদন বৃদ্ধির ফলে সরকারের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি প্রায় ১০ লাখ মেট্রিক টনের অধিক পাথর বর্তমানে খনিটিতে মজুদ রয়েছে। কিন্তু পাথর বিক্রির প্রক্রিয়া ধীরগতির হওয়ায় মজুদ বাড়ছে।
এই অবস্থায়, খনির কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাথর ব্যবহারের জন্য আগ্রহ প্রকাশ করেছে, যাতে দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে বিদেশি পাথরের আমদানির পরিবর্তে স্থানীয় পাথর ব্যবহৃত হতে পারে।
মো. ফজলুর রহমান আরও জানান, পাথরের উত্তোলন ও মজুদ বাড়ছে, এবং তিনি আশা করেন যে অল্পসময়ের মধ্যে পাথর বিক্রির পরিমাণ বাড়বে।
তিনি বলেন, "সরকারি প্রকল্পগুলোর সাথে নিয়মিত যোগাযোগ করে আমরা পাথর বিক্রি বাড়ানোর চেষ্টা করছি।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।