সেবা ডেস্ক: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শাখার রাজনৈতিক কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
পাবিপ্রবিতে রাজনৈতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের প্রতিবাদ |
গত ৩ নভেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রদল শাখার নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
পাবিপ্রবি traditionally রাজনীতিমুক্ত ক্যাম্পাস হলেও, এই ধরনের কর্মকাণ্ড শিক্ষার পরিবেশ এবং নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি বলে মনে করছেন শিক্ষার্থীরা।
এ ঘটনার প্রতিবাদ জানাতে শিক্ষার্থীদের একটি দল ৪ নভেম্বর দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আউয়ালের কাছে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সুশৃঙ্খল পরিবেশ রক্ষায় নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উপাচার্য স্মারকলিপি গ্রহণ করার পর শিক্ষার্থীদের বলেন, “আমরা এরই মধ্যে বিষয়টি নিয়ে অবগত হয়েছি। আমরা চাই এই ক্যাম্পাসটা রাজনীতিমুক্ত থাকুক।
এ বিষয়ে আমি এখন তোমাদের সঙ্গে কথা বলব না, আমি পরে তোমাদের সঙ্গে বসব।”
স্মারকলিপি প্রদানের পর শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রক্টর ড. তানভীর হায়দার এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. রাশেদুল হকের কাছে স্মারকলিপি তুলে দেন।
এ সময় ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, “ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও একটি রাজনৈতিক দল এখানে কর্মসূচি পালন করেছে, এটা আমাদের জন্য উদ্বেগের।
এখানে আমাদের ব্যর্থতা আছে, আমি স্বীকার করি। আমরা এরই মধ্যে বিষয়টা নিয়ে কাজ শুরু করেছি।”
প্রসঙ্গত, রোববার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাকসুদুর রহমান সুমিত, যুগ্ম-সাধারণ সম্পাদক কাইয়্যুমুল হাসান ও ফারহান আরিফ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবিপ্রবির ক্যাম্পাসে আসেন।
তারা মুক্তমঞ্চের পাশে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় পরিচিতি হিসেবে কিছু বই বিতরণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।