সেবা ডেস্ক: আন্তর্জাতিক শ্রম সংস্থার বৈঠক শেষে দেশে ফেরার পথে অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হতে হয়েছে।
সুইজারল্যান্ডে আ.লীগ নেতা-কর্মীদের হেনস্তার শিকার অধ্যাপক আসিফ নজরুল |
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির বৈঠক শেষে দেশে ফেরার পথে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই ঘটনার কিছু মুহূর্ত উঠে আসে।
ভিডিওতে দেখা যায়, একদল আওয়ামী লীগের সমর্থক আসিফ নজরুলকে ঘিরে ধরে উত্তেজিত ভাষায় তর্ক করছেন এবং তাঁকে ‘মিথ্যা বলছেন’ বলে অভিযুক্ত করছেন।
এ সময় অধ্যাপক নজরুলকে বলতে শোনা যায়, “আপনি গায়ে হাত দিচ্ছেন কেন?”
সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্রে জানা গেছে, আইএলওর গুরুত্বপূর্ণ বৈঠক শেষে অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশে ফেরার জন্য জেনেভা বিমানবন্দরে পৌঁছান।
দূতাবাসের প্রটোকলে একটি গাড়িতে করে তাঁকে বিমানবন্দরে আনা হয়। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পরপরই একদল লোক তাঁর ওপর চড়াও হয় এবং তাঁকে হেনস্তা করে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এই হেনস্তাকারীরা আওয়ামী লীগের সমর্থক ছিলেন। সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার এবং সাধারণ সম্পাদক শ্যামল খান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ঘটনাকালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হচ্ছিল।
জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেন, “আইন উপদেষ্টা অন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বৈঠকের অংশ হিসেবে জেনেভা সফর করেছিলেন, যা সম্পূর্ণ সরকারি দায়িত্বে ছিল। বাংলাদেশের দুটি মামলা নিয়ে আইএলওতে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে তাঁর সফর হয়।"
প্রসঙ্গত, আইএলওর গভর্নিং বডির এই বৈঠকে অধ্যাপক আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অংশ নেন। এই বৈঠক শেষে অধ্যাপক আসিফ নজরুল দেশে ফেরার সময় এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
এ ঘটনা নিয়ে দেশের বিভিন্ন মহলে আলোচনার ঝড় উঠেছে এবং বিশেষজ্ঞ মহল এটিকে একজন সরকারের দায়িত্বশীল উপদেষ্টার প্রতি অসম্মানজনক আচরণ বলে উল্লেখ করেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।