সেবা ডেস্ক: কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। নভেম্বরের শেষ দিকে নতুন কয়লা সরবরাহ আসার পরই উৎপাদন পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি।
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ, কয়লা সংকট সমাধানে নতুন উদ্যোগ |
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটেরই বিদ্যুৎ উৎপাদন বর্তমানে কয়লা সংকটের কারণে বন্ধ রয়ে’ছে। কর্তৃপক্ষ আশা করছে, নভেম্বরে’র শেষ দিকে কয়লা সরবরাহ নিশ্চিত হলেই উৎপাদন আবারও শুরু হবে।
মাতারবাড়ী প্রকল্পের একটি ইউনিট ২০২৩ সালের জুলাই ও আরেক’টি ইউনিট ডিসেম্বরে চালু হয়। এখন পর্যন্ত জাপানের সুমিতমো কর্পোরেশনের মাধ্যমে আনা ২২ লাখ ৫ হাজার টন কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে, যা শেষ হয়ে গেছে। শেষবারে’র মতো কয়লার সরবরাহ আগস্টের মাঝামাঝি সময়ে এসেছি’ল। কিন্তু আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে কয়লা আমদানি বাধাগ্রস্ত হয়েছে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার জানান, চলতি বছরে’র জুলাইয়ে আদালত কয়লা আমদানিতে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছিল, যা পরে উচ্চ আদালতে স্থগিত করা হলেও আমদানি প্রক্রিয়া’য় অনিশ্চয়তা দেখা দেয়। বর্তমা’নে নভেম্বরের শেষ দিকে কয়লা আমদানির পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।
সিপিজিসিবিএল কয়লা সরবরাহ নিশ্চিত করতে তিন বছরের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। কোম্পানি কর্তৃপক্ষ আশা’বাদী যে, নভেম্বরের শেষের দিকে কয়লা সরবরাহ নিশ্চিত হলে’ই উৎপাদন পুনরায় শুরু হবে এবং দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়তা করবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।