শফিকুল ইসলাম: রৌমারীতে কৃষক সমাবেশকে কেন্দ্র করে শহিদ আবু সাঈদ হত্যার মামলার প্রধান আইনজীবী ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট রায়হান কবিরের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগে উঠেছে স্থানীয় জামায়াত-শিবিরসহ থানা পুলিশের বিরুদ্ধে।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে বিকেল ৩টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত¡রে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে কৃষক সমাবেশে স্থানীয় জামায়াত-শিবির এবং রৌমারী থানা পুলিশ হামলা করে সমাবেশের মঞ্চ ভাংচুর সহ নেতাকর্মীদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠে।
এছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি এবং লেখক নাহিদ হাসান নলেজ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রৌমারী উপজেলা শাখার সমন্বয়ক সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিনু সহ অন্যদের উপর হামলা ও লাঞ্ছিতসহ বিভিন্ন হুমকি প্রদান করার অভিযোগ তোলেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. মমিনুল হক এবং রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমানসহ তিন কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। এছাড়াও হামলাকারি অভিযুক্তদের দ্রæত গ্রেফতার করার জোর দাবি জানায়। দ্রæত প্রত্যাহার এবং অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক ও আলটিমেটামের হুশিয়ারী দেন।
এ ঘটনা সম্পর্কে জানতে রৌমারী উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধীকবার কল করলে নম্বরটি বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. নুসরাত সুলতানা বলেন, আমি ছুটিতে রয়েছি এবং সমাবেশ ঘিরে স্থানীয় প্রশাসন যা করার তাই করেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সমাবেশের অনুমতি নিয়েছেন কি না তা আমি জানিনা।
হামলার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, আমি ছুটিতে রয়েছি। তবে বিষয়টি শুনেছি। রৌমারী কৃষক সমাবেশের নামে কোন অনুমতি দেওয়া হয়নি। তবে এ ঘটনার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।