সেবা ডেস্ক: প্রীতি জিনতা ১৫৬ কোটি টাকা নিয়ে আইপিএল নিলামে পাঞ্জাব কিংস সাজানোর পরিকল্পনায়। নতুন কোচ রিকি পন্টিংয়ের অধীনে দলের শক্তি বাড়ছে।
প্রীতি জিনতার হাতে ১৫৬ কোটি টাকা, দল সাজাতে চাইলেন পরামর্শ |
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পথচলা শুরু করে পাঞ্জাব কিংস। কিন্তু এখনও শিরোপা জয়ের স্বাদ নিতে পারেনি দলটি। সর্বশেষ ১৭ মৌসুমের মধ্যে ১৫টি মৌসুমে দলটি প্লে-অফেও জায়গা করতে ব্যর্থ হয়েছে। শেষ দশ আসরে একবারও লিগ পর্ব পেরোতে পারেনি পাঞ্জাব।
তবে এবার পাঞ্জাব কিংস শিরোপা জয়ের স্বপ্ন পূরণে ঝুঁকছে নতুন পরিকল্পনায়। স্কোয়াডের মাত্র দুজনকে রেখে বাকিদের ছেড়ে দিয়ে তারা তৈরি হচ্ছে মেগা নিলামের জন্য।
পাঞ্জাব কিংসের মালিকানাধীন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও তাঁর দল এবার নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে হাজির হচ্ছে। দলের হাতে রয়েছে ১৫৬ কোটি ৪৬ লাখ টাকা, যা দিয়ে আরও ২৩ জন ক্রিকেটার কিনতে পারবে।
মেগা নিলামের আগে পাঞ্জাব যে দুজন খেলোয়াড়কে ধরে রেখেছে, তাঁরা হলেন: প্রভসিমরান সিং (উইকেটকিপার-ব্যাটসম্যান), খরচ: ৪ কোটি রুপি (৫.৬৫ কোটি টাকা)। শশাঙ্ক সিং (মিডল অর্ডার ব্যাটসম্যান), খরচ: ৫.৫০ কোটি রুপি (৭.৭৮ কোটি টাকা)।
দলের আরও উন্নতির জন্য পাঞ্জাব কিংস নতুন কোচ নিয়োগ দিয়েছে। ট্রেভর বেলিসের স্থলে আসছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। তাঁর নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ানস ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয় এবং দিল্লি ক্যাপিটালস ২০২০ সালে রানার্সআপ হয়।
সৌদি আরবের জেদ্দায় পৌঁছে প্রীতি জিনতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। লোহিত সাগরের পটভূমিতে ধারণ করা ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন:
‘আমাদের নতুন দল সাজানোর জন্য সব ধরনের সুপারিশকে স্বাগত জানাই। দেখিয়ে দিন, আপনারা প্রস্তুত।’
পাঞ্জাব কিংসের সম্ভাবনা ও প্রত্যাশা
- মেগা নিলামে সর্বোচ্চ বাজেট: ১৫৬ কোটি টাকায় শক্তিশালী দল গড়া সম্ভব।
- রিকি পন্টিংয়ের অভিজ্ঞতা: তাঁর নেতৃত্বে দলে নতুন কৌশল যুক্ত হবে।
- রাইট টু ম্যাচ (RTM) কার্ড: পাঞ্জাব ৪টি আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে।
নিলামের ফলাফলের ভিত্তিতে পাঞ্জাবের এবারের আইপিএল মিশন সফল হবে কি না, তা দেখতে এখন ক্রিকেট ভক্তরা অধীর অপেক্ষায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।