লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরের দূর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে গাঁজা গাছের বাগান জব্দ করেছে পুলিশ। নিজ বাড়ির আঙিনায় গাঁজার গাছ রোপণ করেছিলেন নোয়ারপাড়া ইউনিয়নের দূর্গম চর কাঠমা কৃষ্ণ নগর এলাকায় নজরুল ইসলাম(৪৫)।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তার বাড়ির আঙ্গিনা থেকে প্রায় ৫লক্ষাধিক টাকা মূল্যের গাঁজার বাগান জব্দ করে ।
এ সময় পুলিশ দেখে পালিয়ে যান নজরুল ইসলাম। তিনি কাঠমা কৃষ্ণ নগর গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র। জানাযায়,নজরুল ইসলাম প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে গাঁজা চাষ করছিলেন।
অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, নজরুল ইসলাম তার বাড়ির আঙিনায় গাঁজার গাছ রোপণ করেন।
খবর পেয়ে এস আই এমদাদ হোসেন সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১০ ফুট উচ্চতার গাঁজার বাগান জন্দ করা হয়। এতে ৫ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।