ড. ইউনূসের সাথে ফোনালাপে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ নিয়ে আলোচনা

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: সোহেল তাজ ও ড. ইউনূসের ফোনালাপে উঠে এল মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ ও তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস।

ড. ইউনূসের সাথে ফোনালাপে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ নিয়ে আলোচনা
ড. ইউনূস-সোহেল তাজ ফোনালাপ: মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ


সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজকে ফোন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আলোচনা’য় উঠে এসেছে মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস এবং জাতীয় চার নেতার অবদানের স্বীকৃতির জন্য সোহেল তাজের তিন দফা দাবি

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানা’ন সোহেল তাজ। পোস্টে তিনি লেখেন, ‘আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আজকে সকালে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদ এবং জাতীয় চার নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে তিনি পদক্ষেপ নিবেন যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে

এর আগে সোহেল তাজ তিনটি দাবি নিয়ে ড. ইউনূসের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছিলে’ন। তাঁর দাবিগুলো হলো:

১. প্রজাতন্ত্র দিবস ঘোষণা: ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল এবং এই দিনেই বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তাই ১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে ঘোষণা করা

২. জাতীয় শোক দিবস ঘোষণা: ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করা। এ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, ও এএইচএম কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল

৩. পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস: জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান এবং জীবনীসহ মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

সোহেল তাজের এই দাবিগুলো বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ড. ইউনূসের ফোনালাপে’র মাধ্যমে এসব দাবি বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও প্রজন্মান্তরে প্রচারের জন্য উদ্যোগ নিচ্ছে বলে সোহেল তাজ আশাবাদ ব্যক্ত করেছেন।




সূত্র:ডেইলি বাংলাদেশ /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top