গত ১৬ বছর মানুষের স্বাধীনতা ছিলো না- যুবদলের সাধারণ সম্পাদক

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিলো, কিন্তু গত ১৬ বছর বাংলাদেশের মানুষের জীবনে কোন স্বাধীনতা ছিলো না। 

গত ১৬ বছর মানুষের স্বাধীনতা ছিলো না- যুবদলের সাধারণ সম্পাদক
গত ১৬ বছর স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিলো, কিন্তু মানুষের স্বাধীনতা ছিলো না- যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন


একটি পার্লামেন্ট ছিলো, কিন্তু তার কোন কার্যকারিতা ছিলো না। কারণ পার্লামেন্টে যারা সদস্য ছিলো তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। নির্বাচন কমিশন ছিলো, কিন্তু মানুষের ভোটাধিকার ছিলো না। একটি স্বচ্ছ নির্বাচন করার ক্ষমতা তাদের ছিলো না, নির্বাচন কমিশন ছিলো আজ্ঞাবহ। আইন-আদালত ছিলো কিন্তু মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিলো না, বিচারপ্রার্থীর রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচারের রায় নির্ধারিত হতো। র‌্যাব-পুলিশ ছিলো কিন্তু মানুষের জীবনে কোন নিরাপত্তা ছিলো না বরং র‌্যাব-পুলিশের আতঙ্কে আপনারা কেউ ঘরে ঘুমাতে পারেন নি। গুম, খুন, হত্যা, মামলা, হামলা, গ্রেপ্তারের সমার্থক শব্দে পরিণত হয়েছিলো র‌্যাব ও পুলিশ। রবিবার সন্ধ্যায় শহরের ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে আয়োজিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীনতা উত্তর সময়ে এদেশের যুবসমাজ, ছাত্রসমাজ যখন দুর্বৃত্তায়নে বন্দি হয়ে পড়েছিলো তখন ব্যাংক ডাকাতির কথা উঠলে একটি সংগঠনের দিকে আঙ্গুল উঠত, সেটি হল যুবলীগ। ব্যাংক ডাকাতি আর যুবলীগ সমার্থক শব্দে পরিণত হয়ে পড়েছিলো। ঢাকা বিশ^বিদ্যালয়ে সেভেন মার্ডারের আলোচনা হলে মানুষ ছাত্রলীগের দিকে আঙ্গুল তুলত। সব ধরণের অপরাধ আর যুবলীগ-ছাত্রলীগ সমার্থক শব্দে পরিণত হয়েছিলো।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব, সদস্য সচিব সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসার, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুনীলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top