সেবা ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে টানা চতুর্থবারের মতো নির্বাচিত ফিলিস্তিনি-মার্কিন রাশিদা তায়েব গাজা ইস্যুতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছেন।
যুক্তরাষ্ট্র কংগ্রেসে রাশিদা তায়েবের চতুর্থ জয় |
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে টানা চতুর্থবারের মতো জয়ী হলেন ফিলিস্তিনি–মার্কিন আইনপ্রণেতা রাশিদা তায়েব।
মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে তিনি এই বিজয় অর্জন করেন। রাশিদা তায়েব যুক্তরাষ্ট্রের প্রথম ফিলিস্তিনি-মার্কিন কংগ্রেস সদস্য এবং তার এই জয় মার্কিন রাজনীতিতে আরব-আমেরিকানদের প্রতিনিধিত্বে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
রাশিদার নির্বাচনী এলাকা মিশিগানের এই অঞ্চলে বড়সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস। তাদের প্রতিনিধিত্ব করতে রাশিদা বরাবরই সোচ্চার।
ইসরায়েল-হামাস সংঘাত ও ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় তার শক্ত অবস্থানের জন্য তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। বিশেষ করে, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে গাজায় "গণহত্যা" চালানোর অভিযোগ এনে তিনি কড়া সমালোচনা করেছেন।
রাশিদা তায়েবের বিভিন্ন সময়ে দেওয়া বিতর্কিত মন্তব্যে প্রতিনিধি পরিষদের অনেক সহকর্মীই বিরক্ত। গত বছর, রিপাবলিকান নিয়ন্ত্রিত এই পরিষদ ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে তার বক্তব্যের নিন্দা জানিয়েছে।
রাশিদা জানিয়েছেন, তার সমালোচনা ইসরায়েলি জনগণের প্রতি নয় বরং নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন যে ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে তিনি চুপ থাকবেন না এবং ভবিষ্যতেও আরব-আমেরিকানদের অধিকার নিয়ে সরব থাকবেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।