আওয়ামীলীগের সন্ত্রাসীদের অত্যাচারে গ্রাম ছাড়ছে সাধারণ মানুষ

Seba Hot News : সেবা হট নিউজ
0

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকার হতদরিদ্র নিরীহ সাধারণ মানুষ প্রতিনিয়ত বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সন্ত্রাসীদের অত্যাচার জবর দখল কার্যক্রমের কারণে নিরাপত্তার স্বার্থে এলাকা ছাড়ছে সাধারণ মানুষ।

আওয়ামীলীগের সন্ত্রাসীদের অত্যাচারে গ্রাম ছাড়ছে সাধারণ মানুষ
বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সন্ত্রাসীদের অত্যাচারে গ্রাম ছাড়ছে মশালের চর এলাকার সাধারণ মানুষ


অভিযোগ সূত্রে খোঁজ খবর নিয়ে জানা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মুসা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আলী মোল্লা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সন্তোষ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশাহারফ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুসা শেখ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সাংষ্কৃতিক সম্পাদক মাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বদিয়াজামান, কোষাধ্যক্ষ মোত্তালেব হোসেন, সদস্য খলিলুর রহমান, তৌফিজ উদ্দিন, বাদশা, তাজুল ইসলাম, জহুরুল হক, আব্দুল লতিফ, সোহরাব আলী। এই সকল ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী বিগত ফেসিষ্ট আওয়ামীলীগ সরকার আমল থেকে নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিভিন্ন এলাকায় সাধারণ অসহায় মানুষের জমি জবর দখল থেকে শুরু করে হামলা, ভাংচুর, লুটপাট সহ নানাবিধ অপকর্ম চালিয়ে আসছে বলে সাধারণ মানুষের অভিযোগ। বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকার নুর হোসেন সরকার জানায়, তাদের স্বত্ত্বদখলীয় বৈধ ১৮ একর ১৫ শতক জমি যা বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সন্ত্রাসীরা কোন প্রকার আইন আদালতের তোয়াক্কা না করে পেশি শক্তি প্রদর্শনের মাধ্যমে লাঠিয়াল বাহিনী দিয়ে নিজেদের দখলে নিয়েছে। বিষয়গুলো নিয়ে আদালতের আশ্রয় নিলেও আসামীরা বৈধ জমির মালিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে এই ধরণের অপকর্ম করে আসছে। 


এব্যাপারে হাছেন আলী জানায়, ইউনিয়ন আওয়ামীলীগের সন্ত্রাসীরা এখনও তাদের অবৈধ জমি দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের হুমকি ও ভয়ে প্রতিনিয়ত গ্রামের সাধারণ মানুষ অন্যত্র চলে যাচ্ছে। বিষয়টি নিয়ে আদালতে একাধিক মামলা হলেও এরা কারো তোয়াক্কা করছে না। 


উল্লেখ্য, ভূমিদস্যু সন্ত্রাসীরা নিজেদের রক্ষা করতে সম্প্রতি পিটিশন নং- ২২৫/২০২৪ উলিঃ ও সিআর নং- ২৪১/২০২৪ খ্রি. (উলিপুর) দুটি মামলা সাধারণ গ্রামবাসীদের নামে করেছে বলে জানা যায়। 







সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top