সেবা ডেস্ক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পারস্পারিক বদলি আবেদন অনলাইনে শুরু হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী জেনে নিন।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনলাইন বদলি আবেদন শুরু: শেষ সময় ১৫ ডিসেম্বর |
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পারিক বদলি আবেদন আজ থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়ায় শিক্ষকরা www.dshe.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট নির্দেশনা অনুসর’ণ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
বদলি নীতিমালা ও আবেদনের শর্তাবলী:
শিক্ষা মন্ত্রণালয় ১ আগস্ট ‘বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের পারস্পারিক বদলিসংক্রান্ত নীতিমালা-২০২৪’ জারি করে। এই নীতিমালার অনুচ্ছেদ ৩ এবং ৪ অনুসারে শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকে’র লিখিত সম্মতিপত্রসহ বদলির আবেদন বিবেচনা করা হবে। আবেদনে জাতীয় পরিচয়পত্র, পারস্পারিক বদলির সম্মতিপত্র ও এনটিআরসিএর সুপারিশপত্র সংযুক্ত করা বাধ্যতামূলক। শুধু নিজ জেলা বা নারীদে’র ক্ষেত্রে স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন।
বদলি আবেদনের সময়সূচি ও নির্দেশনা:
আবেদন প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়াতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আবেদনকারীদের পরিপূর্ণ নির্দেশনা পড়ে আবেদন করতে আহ্বান জানিয়েছে। আবেদনপত্রে’র তথ্য সঠিক’ভাবে পূরণ না করলে তা বাতিল হবে।
অনলাইনে বদলি আবেদনের প্রক্রিয়া:
এনটিআরসিএর নিয়ম অনুযায়ী চাকরির দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। তবে জীবনে মাত্র একবার বদলির সুযোগ থাকায় আবেদনকারীদের আবেদন’পত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মাউশি এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।