সেবা ডেস্ক: টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বাফুফে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। এছাড়াও, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
সাফজয়ী নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা |
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে। নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ে এই পুরস্কার প্রদান করছে বাফুফে।
এই পুরস্কারের আওতায় শুধুমাত্র খেলোয়াড়রাই নয়, দলের সঙ্গে থাকা প্রত্যেক সদস্যকেই অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সদস্য আমিরুল ইসলাম বাবু।
তিনি বলেন, “দলের সঙ্গে যারা ছিল, প্রত্যেকেই এই পুরস্কার পাবে।”
বাফুফের তহবিল সংকট সত্ত্বেও এই উদ্যোগ নেয়া বেশ চ্যালেঞ্জিং। আর্থিক সংকটের মধ্যে থেকেও বাফুফে এই বিশাল পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
বাবু আরও বলেন, “আমরা দেড় কোটি টাকা দ্রুত সংগ্রহের চেষ্টা করছি। সংগ্রহ হলে আমরা এটি নারী ফুটবল দলকে প্রদান করব।”
জানা গেছে, বাফুফের কর্মকর্তা ও নির্বাচিত ব্যক্তিবর্গের মাধ্যমে এই বোনাসের অর্থ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এছাড়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকেও এক কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা এসেছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ঘোষণা দেন।
এর পাশাপাশি কাঠমান্ডু থেকে ট্রফি নিয়ে দেশে ফিরে দুই দিনের মধ্যেই নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর কার্যালয়ে। দেশজুড়ে সাফজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দনের ঢেউ বইছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।