সেবা ডেস্ক: ভূমি মন্ত্রণালয় বদলি পরিপত্র জারি করেছে, তিন বছরের বেশি একই কর্মস্থলে থাকলে কর্মচারীদের বদলি করতে হবে। এতে ভূমি সেবায় স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত হবে।
তিন বছরের বেশি এক কর্মস্থলে নয়: ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র |
ভূমি পরিষেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় ভূমি কর্মচারীদের বদলি সংক্রান্ত পরিপত্র জারি করেছে।
বুধবার প্রকাশিত এ আদেশ অনুযায়ী, এক কর্মস্থলে তিন বছরের বেশি কর্মরত থাকা কর্মচারীদের অন্যত্র বদলি করতে হবে।
এ পরিপত্রের মাধ্যমে জনবান্ধব ভূমি পরিষেবায় জনদুর্ভোগ ও হয়রানি পরিহার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পরিপত্রে বলা হয়েছে, দেশের সকল নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, হয়রানিমুক্ত এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে অন্তর্বর্তী সরকার।
দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থাকা কতিপয় কর্মচারীদের ভূমি সেবা প্রদানে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে মন্ত্রণালয় লক্ষ্য করেছে। এতে জনস্বার্থ ও পরিষেবার মানের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
এ পরিপত্রে মাঠ পর্যায়ের ভূমি কর্মচারীদের বদলির জন্য চারটি নির্দেশনা নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো:
- মাঠ পর্যায়ের কর্মচারীদের বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে কাজের সুযোগ দেওয়া।
- একই কর্মস্থলে তিন বছরের বেশি কর্মরত কর্মচারীদের অন্যত্র বদলি করা।
- দুর্গম এলাকায় কর্মরত কর্মচারীদের দুই বছর পর বদলি করা।
- শারীরিক অসুস্থতা, নৈতিক স্খলন বা অন্য যুক্তিসঙ্গত কারণে প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত বদলির ব্যবস্থা।
এ ছাড়াও, দুর্গম এলাকায় কর্মরত কর্মচারীদের দুই বছর পূর্তির পর বদলি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি শারীরিক অসুস্থতা বা নৈতিক স্খলনজনিত কারণে দ্রুত বদলির প্রয়োজন হয়, তবে জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনারকে তা দ্রুত মন্ত্রণালয়ে প্রতিবেদন আকারে জমা দিতে হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।