সিলেটের হরিপুরে গ্যাসের নতুন মজুদ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: সিলেটের পুরোনো গ্যাসকূপ সংস্কারে নতুন মজুদ আবিষ্কারের পর ৮.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

সিলেটের হরিপুরে গ্যাসের নতুন মজুদ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে
সিলেট থেকে জাতীয় গ্রিডে ৮.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে


সিলেটের জৈন্তাপুরে হরিপুরের পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কারের মাধ্যমে গ্যাসের নতুন মজুদ আবিষ্কারে’র ঘটনায় জাতীয় জ্বালানি সরবরাহে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান জানিয়েছে’ন, সোমবার দুপুরের পর আনুষ্ঠানিকভাবে ৮.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ উদ্বোধনীতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে’র সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা গেছে, গত ২২ অক্টোবর হরিপুরের সিলেট-৭ নম্বর কূপে নতুন করে দুইটি লেয়ারে গ্যাসের সন্ধান মেলে। প্রায় ১২০০ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান পাওয়া গেলে তা দুই দফায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরই ভিত্তিতে সোমবার পরীক্ষামূলক’ভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হচ্ছে। গ্যাস সরবরাহ কার্যক্রমে উন্নতি ও জাতীয় জ্বালানি চাহিদা মেটাতে এই উদ্যোগ’কে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা।

এই গ্যাসকূপটি প্রথম ১৯৮৬ সালে খনন করে তেল উত্তোলন করা হয়, যা ১৯৯৪ সাল পর্যন্ত অব্যাহত ছিল। এরপর সেখা’নে গ্যাস উত্তোলন শুরু হয়। গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য কূপটির দুটি স্তরে আরও গ্যাসের সন্ধান পায় এসজিএফএল, যা আজ থেকে পরীক্ষামূলক’ভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে।

এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রকল্প পরিচালক ও ডিজিএম আবদুল জলিল প্রামাণিক জানান, “এটি দেশের জন্য একটি উল্লেখ’যোগ্য অর্জন। জাতীয় জ্বালানি চাহিদা পূরণে এই গ্যাস সরবরাহ কার্যক্রম অনেকাংশেই সহায়তা করবে।”




সূত্র:ডেইলি বাংলাদেশ /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top