সেবা ডেস্ক: ভাইরাল ভিডিও নিয়ে বিদ্যা সিনহা মিম বললেন, ‘আমাকে মবের শিকার বলা ভুল। জুয়েলারি শোরুমে ঘটনার ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে।’
ভাইরাল সেই ভিডিও নিয়ে মিম বললেন, ‘আমাকে বিব্রত করছে’ |
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সম্প্রতি একটি ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, তিনি একটি পার্লার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের আক্রমণের শিকার হন। তবে মিম জানিয়েছেন, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা।
মিমের ভাষ্যমতে, ভিডিওটি দুই মাস আগের একটি জুয়েলারি শোরুম উদ্বোধনের সময়ের। ওই অনুষ্ঠানে একটি ক্যামেরার বিস্ফোরণের কারণে জোরে শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। এর ফলেই উপস্থিত ব্যক্তিরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। মিম বলেন, "আমার কোনো ক্ষতি হয়নি। তবে হঠাৎ এমন আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হওয়ায় আমিও ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম।"
ভিডিওটি নিয়ে একটি গোষ্ঠী মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে অভিযোগ করেন মিম। তিনি বলেন, "ভিডিওটিকে বিভিন্নভাবে কাটছাঁট করে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা আমাকে বিব্রত করছে। আমি সব সময়েই ভক্তদের ভালোবাসা পেয়েছি। কিন্তু মিথ্যা তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়।"
মিম আরও জানান, "আমার ভক্তদের কাছে অনুরোধ, এ ধরনের মিথ্যা তথ্য বা গুজবে কান দেবেন না। যা ঘটেনি, তা নিয়ে আলোচনা বা ভুল ব্যাখ্যা দেওয়া অন্যায়।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।