শফিকুল ইসলাম: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্বরণে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুমে এই স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী, সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার ছাত্র প্রতিনিধি মো. মনিরুল ইসলাম রবি, সাজেদুল ইসলাম সবুজ প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের গনঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং আহতদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও ছাত্র প্রতিনিধিরা বলেন, উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা সামাজিক কর্মসূচীর নাম অন্তর্ভুক্ত করতে টাকা নেন, নির্বাচন অফিসের কর্মকর্তারাও বিভিন্ন সেবার নামে সাধারণ জনগনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তোলেন। মাদক, চোরাচালান বৃদ্ধি তা বন্ধ করতে উপজেলা প্রশাসনসহ ও থানা পুলিশকে করা বার্তা দেন ছাত্র প্রতিনিধিরা। এছাড়াও রৌমারী সরকারি সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামীলীগ নেতা আবু হোরায়রা বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও শিক্ষক হাজিরা খাতায় অবৈধভাবে উপস্থিতি স্বাক্ষর প্রদান করেন। দ্রæত ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি করেন। পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কথা বলেন তারা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।