জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (প্রস্তাবিত জামালপুর প্রযুক্তি বিশ^বিদ্যালয়) এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ২৮ নভেম্বর উদযাপিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে বেলা সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভিসি প্রফেসর ড. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ারুল আজিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রোভিসি প্রফেসর ড. মোশারফ হোসেন, জেলা প্রশাসক হাসিনা বেগম, জামালপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবুল কালাম আজাদ, জামালপুর আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুনুর রশিদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লিটন আকন্দ প্রমুখ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।