সেবা ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ উভয়ের পক্ষ থেকে জিরো পয়েন্টে গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত: স্বৈরাচার সরকারের বিচার চেয়ে জিরো পয়েন্টে সমাবেশ |
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে আওয়ামী লীগের বিরুদ্ধে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আগামীকাল রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানানো হয়েছে।
আওয়ামী লীগের পতনের পর স্বৈরাচারী শক্তির বিচার দাবি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এই সমাবেশ আয়োজিত হতে চলেছে।
শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এই তথ্য জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন যে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার জন্য এ গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে।
এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রোববার একই স্থানে নূর হোসেন চত্বরে সমবেত হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে।
আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচারিত একটি পোস্টে বলা হয়, "গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।"
তাদের সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতে, জনগণের অধিকার হরণকারী ও স্বৈরাচারী শক্তির দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য এই গণজমায়েত অত্যন্ত জরুরি।
জনগণের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করাই তাদের মূল উদ্দেশ্য।
গুলিস্তান জিরো পয়েন্টে রোববার অনুষ্ঠিত’ব্য গণজমায়েতে জনগণের অংশগ্রহণে’র আহ্বান জানানো হয়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বৈষম্য’বিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ উভয় পক্ষই জিরো পয়েন্টে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।