সেবা ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে কূটনীতিকদের মধ্যে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। কিছু কূটনীতিকের মিশন পরিবর্তন এবং নতুন নিয়োগ দেওয়া হচ্ছে।
কূটনীতিকদের গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ব্যাপক রদবদল, নতুন স্থলান্তর |
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ মিশনগুলোতে দায়িত্বে থাকা পেশাদার কূটনীতিকদের পদের ব্যাপক রদবদল আনছে। কিছু কূটনীতিকে’র মিশন পরিবর্তনের পাশা’পাশি ঢাকায় ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য’মতে, সর্বশেষ সরকারের পোস্টিং নীতিমালা অনুযায়ী রদবদলটি সম্পন্ন করা হচ্ছে।
- মুহাম্মদ সাকিব সাদাকাত: বর্তমানে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (পলিটিক্যাল) হিসেবে দায়িত্ব পালন করছেন; তাকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন করাচির ডেপুটি হাইকমিশনার করার সিদ্ধান্ত হয়েছে।
- শেলী সালেহীন: ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের উপ হাইকমিশনার হিসে’বে ছিলেন; এবার তাকে বার্মিংহামের সহকারী হাইকমিশনার করা হচ্ছে।
- মোহাম্মদ আলীমুজ্জামান: বার্মিংহামের সহকারী হাইকমিশনারের পদ থেকে চেন্নাইয়ের উপ হাইকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
- মুহাম্মদ মিজানুর রহমান: সংযুক্ত আরব আমিরাতে’র বাংলাদেশ দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন ছিলেন; এবার তাকে ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল করা হচ্ছে।
ঢাকায় ফিরছেন যেসব কূটনীতিকরা
- সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান: বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতায় মিনিস্টার (পলিটিক্যাল) ও হেড অব চ্যান্সারি হিসেবে দায়িত্ব পালন করে এসেছে’ন; তাকে ঢাকার সদর দফতরে ফিরিয়ে আনা হচ্ছে।
- মৌসুমী রহমান: মাস্কাটে মিনিস্টার (পলিটিক্যাল) হিসেবে কর্মরত ছিলে’ন; তাকেও ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে’র উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক সামিয়া ইসরাত রনি এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্-আল-মামুনকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর পদে প্রেরণ ক’রা হচ্ছে। এছাড়া, রাষ্ট্রদূত শূন্য কিছু দেশে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা করছে সরকার।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।