জামালপুর প্রতিনিধি : জামালপুরে জাল দলিল ও ভূয়া খারিজ করে জমি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার পৌর শহরের যোগীরঘোপা এলাকায় মাটি ফেলে জমি দখলের এই ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলে বাধা দেয়।
জামালপুর শহরের ইকবালপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে শাহাদাৎ হোসেন জানান, তার দাদী ফতেমন নেছা বিবি রশিদপুর মৌজার ২৯৯ নং বিআরএস খতিয়ান ও ৭৮১ নং দাগে যোগীরঘোপা এলাকায় ৩৩ শতক জায়গা ১৯৯৭ সালের ৫ আগষ্ট তার বাবা আবু তাহেরকে লিখে দেন। এরপর আবু তাহের তার নিজের নামে জমি খারিজ করেন।
পরবর্তীতে তার বাবা মারা গেলে উত্তরাধিকার সূত্রে যোগীরঘোপা এলাকায় ৩৩ শতক জায়গার মলিকানা অর্জন করেন শাহাদাৎ হোসেন।
কিন্তু একই এলাকার মৃত ফজলুল হক ফজলের তিন ছেলে শাহাদাৎ হোসেনের ফুফাতো ভাই আশরাফ আলী, ফরহাদ, শেখ ফরিদ ওই একই জমি জাল দলিলের মাধ্যমে তাদের নামে ভূয়া খারিজ করেন।
এ প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর শাহাদাৎ হোসেন ভূয়া নামজারি জমা খারিজ বাতিলের জন্য জামালপুর সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি মিস মোকদ্দমা দায়ের করেন। এরপর থেকে ওই জমি জোরপূর্বক দখলের পায়তারা ও বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করে তার ফুফাতো ভাইয়েরা।
এ ব্যাপারে গত ২২ অক্টোবর জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন শাহাদাৎ হোসেন। কিন্তু তার ফুফাতো ভাইয়েরা মামলা মোকাবেলা না করেই মঙ্গলবার সকাল থেকে ওই জমিতে মাটি ফেলে দখল শুরু করে। শাহাদাৎ হোসেন আরও জানান, স্থানীয় কিছু ভূমিদস্যু ও প্রভাবশালীদের একটি সিন্ডিকেট আমার জমি জোরপূর্বক জবর-দখল করছে।
শাহাদাৎ হোসেনের ফুফাতো ভাই আশরাফ আলী জানান, জমিটি আমার নানীর, সে হিসেবে এই জমিতে আমারও অংশ রয়েছে। আমি আমার জমিতে মাটি ভরাট করছি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। জমিতে মাটি ভরাটকে কেন্দ্র যেন কোন দাঙ্গা-হাঙ্গামা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়ে সেজন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে।
এ ব্যাপারে জামালপুর ভূমি অফিসের নায়েব ইমান আলী বলেন, একই জমি একাধিক মালিকের নামে খারিজ হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।