সেবা ডেস্ক: ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলি সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলার নির্দেশ দিয়েছেন।
ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি ইসরাইলের প্রতি |
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার নির্দেশ দিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের বরাতে জানা যায়, সম্প্রতি ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও সিএনএন জানিয়েছে, ইরানি সামরিক কর্মকর্তারা ইতোমধ্যে ইসরাইলের লক্ষ্যবস্তু হিসেবে সম্ভাব্য সামরিক স্থাপনার তালিকা প্রস্তুত করছেন।
তেহরানের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত তিন ইরানি কর্মকর্তার বরাতে টাইমস অব ইসরাইল গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার জানিয়েছে, ইরান আপাতত মার্কিন নির্বাচনের আগে হামলা চালাবে না। তবে পরিস্থিতি অনুযায়ী, আক্রমণ মার্কিন নির্বাচনের আগেও হতে পারে বলে ধারণা করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
সিএনএন এর মতে, ইরানের এই প্রতিক্রিয়া হবে সুনির্দিষ্ট ও বেদনাদায়ক।
এদিকে, ইরানের এই নির্দেশের পর থেকেই ইসরাইলের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখনও পর্যন্ত ইসরাইলি পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়ার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, যা আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।