সেবা ডেস্ক: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের কর্মঘণ্টা কমানোর আহ্বান জানিয়েছেন, যাতে তারা কাজের পাশাপাশি পরিবার ও সন্তানদের সময় দিতে পারে।
নারীদের কর্মঘণ্টা কমানোর আহ্বান জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারীদের জন্য কর্মঘণ্টা কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কোনো উন্নতি সম্ভব নয়। নারীরা যেন আত্মমর্যাদার সঙ্গে পূর্ণ নিরাপত্তা নিয়ে কর্মক্ষেত্রে কাজ করতে পারে। একজন পুরুষ কর্মস্থলে ৮ ঘণ্টা কাজ করলে নারীদের জন্য তা ৬ ঘণ্টা করা উচিত বলে তিনি মতামত প্রকাশ করেন, যাতে তারা তাদের পরিবার ও সন্তানের যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়।
বুধবার (১৩ নভেম্বর) লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ (বিবিসিসিআই) এর কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মতামত জানান। সভায় বিবিসিসিআই-এর প্রেসিডেন্ট রফিক হায়দার সভাপতিত্ব করেন এবং ডিরেক্টর জেনারেল সলিসিটর দেওয়ান মাহদী সভা পরিচালনা করেন।
জামায়াতের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা তারুণ্যের শক্তিতে একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণরা সাহসের সঙ্গে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে।” তিনি বলেন, বাংলাদেশের কিছু উন্নয়ন সহযোগী যেন "গরীবের বউ সবার ভাবি" এই ধারণা নিয়ে বাংলাদেশের প্রতি আচরণ করছে, তবে তিনি এই স্টিগ্মা থেকে বেরিয়ে এসে স্বাধীন এবং আত্মমর্যাদাশীল একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “আমরা বাংলাদেশের মতো একটি বাংলাদেশ গড়তে চাই যা পাকিস্তান বা আফগানিস্তান নয়।” তিনি আরও বলেন, আমরা সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজন ছাড়াই একটি সাম্য এবং ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজেদের ধর্ম পালনে নিশ্চিন্ত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ’র সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট ডক্টর ওয়ালী তসর উদ্দিন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বাকার মোল্লা এবং লন্ডন-বাংলা প্রেসক্লাব এর ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী প্রমুখ। এছাড়া, বিবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াৎ নুরুজ্জামান, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খানসহ আরও অনেকে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।