সেবা ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের কাছে রেড অ্যালার্টের আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের কাছে রেড অ্যালার্ট জারির অনুরোধ |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় এই অনুরোধ করা হয়েছে।
আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, "গত রোববার ইন্টারপোলের কাছে অনুরোধ পাঠানো হয়েছে যাতে আন্তর্জাতিকভাবে তাঁকে গ্রেপ্তারের ব্যবস্থা নেয়া হয় এবং তাঁর বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়।"
এছাড়া আজকের আদালতে দুটি আবেদন উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রথম আবেদনের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেনসহ চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রমাণসহ বলা হয়, ২০২২ সালে যাত্রাবাড়ীর এক সহিংস ঘটনার সময় একজন তরুণকে আহত অবস্থায় উদ্ধার করার পর বুকে গুলি করে হত্যার ঘটনা ঘটে, যাতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের জড়িত থাকার তথ্য রয়েছে।
চিফ প্রসিকিউটর আরও জানান, "আমরা কোনো নির্দোষ পুলিশ কর্মকর্তাকে হয়রানি করবো না। তবে অকাট্য প্রমাণ পাওয়া সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।"
দ্বিতীয় আবেদন নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এনটিএমসি’র সাবেক মহাপরিচালক ও সেনাবাহিনীর সদ্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
তাঁকে বিভিন্ন গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে তদন্ত সংস্থা জানিয়েছে।
বর্তমানে তিনি ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার আছেন এবং আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
চিফ প্রসিকিউটর বলেন, "জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান তদন্তে তাঁর জড়িত থাকার প্রমাণ বেড়েই চলছে। এর মাধ্যমে মামলাগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে আমাদের বিশ্বাস।"
দেশে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার বিষয়ক এসব মামলার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে এবং বিষয়টি নিয়ে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।
আদালত ও তদন্তকারী সংস্থাগুলো বিশ্বাস করে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনা সম্ভব হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।