সেবা ডেস্ক: অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ায় ক্ষমতার প্রয়োগ ও মেয়াদ নিয়ে বিধান চূড়ান্ত হয়েছে। নতুন সংসদ গঠিত হলে এবং নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলে মেয়াদ শেষ হবে।
অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ: নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ক্ষমতা |
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং এর প্রয়োগ ক্ষমতা নির্ধারণ করে একটি নতুন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে।
নতুন এই অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে।
অধ্যাদেশে আরো বলা হয়েছে, সরকারের কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার নিয়োগে কোনো ত্রুটি থাকলেও তার কারণে তাদের কোনো কার্যক্রম অবৈধ হবে না এবং এ বিষয়ে কোনো আদালতে কোনো মামলা দায়ের করা যাবে না।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন এবং আপিল বিভাগের পরামর্শে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।
সেই দিনই প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টারা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন।
সরকারি সূত্রের বরাতে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে সংবিধানিক সংকট মোকাবিলা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে এই অন্তর্বর্তী সরকারকে নির্বাহী ক্ষমতা প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে।
অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার সংবিধানের কাঠামো ও আইন মেনে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সাহায্য ও সহায়তা প্রদান করবে।
এছাড়াও, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার সংখ্যা নির্ধারণে খসড়ায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির অনুমোদনে যতজন উপদেষ্টার প্রয়োজন মনে করবেন, ততজন নিয়োগ করতে পারবেন।
বর্তমানে অন্তর্বর্তী সরকারে ২০ জন উপদেষ্টা আছেন। তবে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পদে থাকা ব্যক্তিরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে খসড়ায় শর্ত রাখা হয়েছে।
অধ্যাদেশে আরো বলা হয়েছে, নতুন সংসদ গঠন ও নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের দিন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রম আইনসম্মত বলে গণ্য হবে।
অধ্যাদেশের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টসহ কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা প্রয়োগ ও মেয়াদ নির্ধারণে গৃহীত নতুন অধ্যাদেশের খসড়ায় অন্তর্বর্তী সরকারে কোনো ত্রুটির কারণে তাদের কার্যক্রম অবৈধ হবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষ এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।