স্পেনে রাজা-রানির গায়ে কাদা নিক্ষেপ: বন্যাদুর্গতদের ক্ষোভ

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ভ্যালেন্সিয়ায় বন্যাদুর্গতদের বিক্ষোভে রাজা-রানির গায়ে কাদা নিক্ষেপ, প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভের প্রকাশ।

স্পেনে রাজা-রানির গায়ে কাদা নিক্ষেপ বন্যাদুর্গতদের ক্ষোভ
স্পেনে বন্যাদুর্গতদের ক্ষোভে রাজা-রানির গায়ে কাদা


স্পেনের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতার ক্ষোভের মুখে পড়েছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া, এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পাঁচ দশকে’র মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে দেশটির ভ্যালেন্সিয়া প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতি’মধ্যে প্রাণ হারিয়েছেন ২১৭ জন এবং অনেক মানুষ এখনো নিখোঁজ

রোববার স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া প্রদেশের পাইপোর্তা শহরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যান রাজা, রানি ও প্রধানমন্ত্রী। তাঁদের এ সফরের সম’য় উপস্থিত বিক্ষুব্ধ জনতা কাদা ছুড়ে তাদের দিকে আক্রমণ করে। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাঁদের নিরাপদে সরিয়ে নেন। এর আগেও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও আঞ্চলিক প্রধান কার্লোস মেজনকে একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উদ্ধার কার্যক্রমে ধীরগতির কারণে ভ্যালেন্সিয়ার মানুষ ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছে। প্রিয়জন হারা’নো ও দীর্ঘদিন পানিবন্দী অবস্থায় জীবনযাপনে বাধ্য হওয়া মানুষজন সরকারি ব্যবস্থাপনার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে। রাজা, রানি ও প্রধানমন্ত্রীর সামনেই অনেকে ‘হত্যাকারী’ বলে চিৎকার করে তাঁদের প্রতি প্রতিবাদ জানায়।

স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভের ফলে রাষ্ট্র ও সরকারপ্রধানদের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন আপাত’ত স্থগিত রাখা হয়েছে। বন্যার পরিস্থিতি বিবেচনায় নতুন করে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম আরো দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছে সরকার। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে হবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top