সেবা ডেস্ক: ইসকন নিষিদ্ধ না করলে গণহত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম। বাংলাদেশে এই বিষয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ না করলে হত্যাযজ্ঞের হুমকি! |
সম্প্রতি চট্টগ্রামের হাজারী গলিতে মুসলিম দোকানদারের ওপর হামলা-ভাঙচুর ও যৌথ বাহিনীর সদস্যদের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এরই মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ ৮ অক্টোবর একটি বিক্ষোভ সমাবেশ করে এ ঘটনার নিন্দা জানায়। তবে এই ইস্যুর সূত্র ধরে ইসকন নিষিদ্ধ করার দাবি নিয়ে নতুন বিতর্ক দানা বাঁধছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দি হিন্দুস্তান টাইমস’ ১৫ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়—বাংলাদেশে ইসকন নিষিদ্ধ না হলে হত্যাযজ্ঞের হুমকি দেওয়া হয়েছে। এতে বাংলাদেশি এক মৌলবাদী নেতার বক্তব্যের ভিডিও প্রকাশের কথা উল্লেখ করা হয়েছে।
ইসকনের পূর্বাঞ্চলীয় মুখপাত্র রাধারমণ দাস একটি ভিডিও পোস্ট করে দাবি করেন যে, বাংলাদেশি মুসলিমরা ইউনুস সরকারের কাছে ইসকন নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছে। ভিডিওতে সেই নেতা বলছেন, "ইসকন নিষিদ্ধ না করা হলে ইসকন ভক্তদের হত্যাযজ্ঞ শুরু হবে।"
ভিডিওটি পোস্ট করে রাধারমণ দাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাজনীতিবিদ তুলসী গাবার্ডকে ট্যাগ করেন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং ইসকনের ভক্তদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে, হিন্দুস্তান টাইমস জানায় যে, ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।
এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। অনেক নেটিজেন বাংলাদেশকে ঘিরে এমন অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, এমন সংবেদনশীল বিষয় নিয়ে অপপ্রচার দ্রুত নিয়ন্ত্রণ করা জরুরি। এটি সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানতে পারে।
ইসকন বাংলাদেশে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছে, তবে সাম্প্রতিক ঘটনায় তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। হেফাজতে ইসলাম ইসকন নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেছে, “বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে সংখ্যালঘুদের ধর্মীয় আচরণে মুসলিমদের প্রতি কোনো বিদ্বেষ তৈরি হলে তা মেনে নেওয়া হবে না।”
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।