জামালপুর সংবাদদাতা: জামালপুরে এম.এ. রশীদ হাসপাতালে হামলা-ভাংচুর ঘটনার প্রতিবাদে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগোনিটিস্টক মালিক সমিতির মানবন্ধন শনিবার বেলা ১১টার বকুলতলায় অনুষ্ঠিত হয়।
মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন-এমএ রশিদ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ডা. মিজানুর রহমান, জামালপুর বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে বাপ্পী, শাহ জামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালা আশরাফুল ইসলাম বুলবুল ও হযরত আব্দুল কাদের জিলানী (র.) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান সোহেল প্রমুখ।
মানববন্ধনে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে চিহ্নিত একদল সন্ত্রাসী একটি প্রাইভেটকারসহ মোটরসাইকেল বহর নিয়ে অতর্কিতভাবে এমএ রশীদ হাসপাতালে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হয়। অন্যথায় বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। জামালপুর সদর থানার ওসি ফয়সল মো. আতিক অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।