পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত পুনঃতদন্ত শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত পুনঃতদন্ত শুরু স্বরাষ্ট্র উপদেষ্টা
পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত পুনঃতদন্ত ঘোষণা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত পুনঃতদন্ত করার ঘোষণা দিয়েছেন। 

আজ সোমবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ ঘোষণা দেন। 

সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কমিশন গঠন হবে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুনঃতদন্ত নিশ্চিতভাবে করা হবে এবং তা দ্রুত শুরু হবে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, যদিও পুরোপুরি সন্তোষজনক অবস্থায় পৌঁছাতে কিছুটা সময় লাগবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা এবং নজরদারি বজায় রাখার নির্দেশ দেন। 

জাতীয় স্বার্থ রক্ষা করে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিতেও তিনি নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, বিজিবি তাদের আইন ও ম্যান্ডেট অনুযায়ী কাজ করছে, যা আগের তুলনায় উন্নত। তিনি সাধারণ জনগণের মধ্যে বিজিবির কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্টি প্রকাশের কথাও উল্লেখ করেন এবং বিজিবিকে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। 

বিজিবি সদস্যদের সুশৃঙ্খল ও প্রশিক্ষিত বাহিনীর অংশ হিসেবে চেইন অব কমান্ড মেনে কাজ করার তাগিদ দেন তিনি। 

একই সঙ্গে বেআইনি আদেশ মানার বিষয়ে সতর্ক করে বলেন, যে কোনো আদেশ মেনে নেওয়ার আগে তা বৈধ ও আইনসংগত কি না, তা বিবেচনা করতে হবে।

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




সূত্র: প্রথম আলো /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top