সেবা ডেস্ক: এনবিআর নির্দেশনা অনুযায়ী, এখন থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের পর আর হার্ডকপি দাখিল করতে হবে না, যা করদাতাদের ভোগান্তি কমাবে।
এখন অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে হার্ডকপি নেই |
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মূল্য সংযোজন করের (মূসক) অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়াকে আরও সহজ করেছে। এখন থেকে ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করার পর কোনো হার্ডকপি জমা দিতে হবে না।
মঙ্গলবার এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করার পরও কিছু ক্ষেত্রে ভ্যাট অফিসাররা হার্ডকপি চেয়ে থাকেন। তবে এটি আইনসঙ্গত নয় এবং এতে করদাতারা অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার হন।
এখন থেকে ভ্যাট রিটার্ন, সহগ ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি কাগজপত্র হার্ডকপি আকারে দাখিল করতে হবে না। এছাড়া, এসব নথি ভ্যাট অফিসার কর্তৃক সত্যায়ন করার বিধানও বাতিল করা হয়েছে।
তবে, এনবিআর আরও জানায়, কেউ চাইলে স্থানীয় ভ্যাট সার্কেল অফিসে কাগজপত্র জমা দিতে পারেন, তবে গ্রহণ-প্রেরণ শাখা থেকে রিসিভ করে নিতে হবে। এছাড়া, প্রয়োজন হলে ডাকযোগেও দাখিলপত্র পাঠানো যাবে।
এ ব্যবস্থা করায় করদাতারা কাগজপত্র জমা দেওয়ার অতিরিক্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন। এ উদ্যোগের ফলে করদাতাদের হয়রানি কমবে এবং অনলাইন ভ্যাট ব্যবস্থা আরও কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে এনবিআর করদাতাদের অনুরোধ জানায়, যেকোনো ধরনের অপ্রয়োজনীয় জটিলতা এড়ানোর জন্য রিটার্ন ও অন্যান্য প্রয়োজনীয় নথি শুধুমাত্র অনলাইনে দাখিল করলেই হবে।
এই পরিবর্তনটি ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যের অংশ হিসেবে নেয়া হয়েছে, যা সরকারি প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।