জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলা খাদ্য অধিদপ্তরের চাউল কালোবাজারে বিক্রিকালে চালসহ ট্রাক জব্দ করেছে র্যাব ১৪।
১১ নভেম্বর সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দমদমা বকুলতলা বাজার থেকে এই চাউল জব্দ করা হয়।
জব্দকৃত চাউলের আনুমানিক মুল্য প্রায় ৯লক্ষাধিক টাকা। র্যাব-১৪ মিডিয়া কর্মকর্তা আব্দুল হাই চৌধুরী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, মোস্তাফিজুর রহমান লিংকনের রাইচ মিলে সরকারি চাউলের ইনটেক বস্তা পরিবর্তন করার খবরে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জিনাত শামছুন্নাহার সুলতানাকে সাথে নিয়ে অভিযানে নামে র্যাব। র্যাবের গাড়ি প্রবেশের আভাস পেয়ে কালোবাজারিরা পালিয়ে যায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।