সেবা ডেস্ক: জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় জি কে শামীমের জামিন বাতিল করেছে আপিল বিভাগ।
দুর্নীতির মামলা এবং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে যুবলীগের সাবেক নেতা ও ঠিকাদার জি কে শামীমের বিরুদ্ধে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে’র কলা ও মানববিদ্যা অনুষদে’র ভবন নির্মাণ প্রকল্পে জালিয়াতির মাধ্যমে দরপত্রে নিম্ন দরদাতা হওয়া’র অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছিল। এই মামলা’য় হাইকোর্ট জামিন দিলেও তা আপিল বিভাগে বাতিল হয়েছে।
আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ জি কে শামীমের জামিন বাতিলের আদেশ দে’ন। এর আগে ৫ জুন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ থেকে তাকে জামিন দেওয়া হয়েছিল।
এ মামলায় ২০২১ সালের ২ ফেব্রুয়ারি জি কে শামীমকে গ্রেফতার দেখানো হয়। এর আগে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ঢাকার গুলশান নিকেতনে তা’র ব্যবসা প্রতিষ্ঠানে র্যাব অভিযান চালায়, যেখানে বিপুল পরিমাণ অর্থ, এফডিআর, অস্ত্র ও মদ উদ্ধার করা হয়। এর পর তা’কে এবং তার ৭ দেহরক্ষীকে গ্রেফতার করে র্যাব।
মানি লন্ডারিং আইনের মামলায় ২০২৩ সালের ১৭ জুলাই জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-১০। তার দেহরক্ষীদের চার বছরের কারাদণ্ড এবং সম্মিলিতভাবে ৩ কোটি ৮৩ লাখ টাকা জরিমানা দেন আদালত। এর পাশাপাশি ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় জি কে শামীম ও তার দেহ’রক্ষীদের।
এই আদেশে বিচারক তার সমস্ত জব্দ করা ব্যাংক হিসাব ও অন্যান্য সম্পত্তি অবমুক্ত করার নির্দেশও দেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।